চুয়াডাঙ্গায় কাবাডি খেলোয়াড় প্রশিক্ষণ কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার: জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ২০১৪-১৫’র আওতায় চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কাবাডি খেলোয়াড় প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা সংস্থার সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি পুলিশ সুপার রশীদুল হাসান, সহসভাপতি পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সরোয়ার হক জোয়ার্দ্দার, হুমায়ুন কবির মালিক, ওবাইদুল হক জোয়ার্দ্দার, মহসিন রেজা, বদর উদ্দীন খান, হাফিজুর রহমান হাপু, দিলরুবা খানম খুকু, কাবাডি জাতীয় কোচ আব্দুল জলিল, সহকারী কোচ জাতীয় কাবাডি খেলোয়াড় রোকনুজ্জামান।

প্রধান অতিথি বলেন, খেলাধুলায় প্রশিক্ষণের বিকল্পনায় যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে প্রকৃত ক্রীড়া কলাকৌশল রপ্ত করতে হবে এবং দক্ষ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। বিশেষ অতিথি বলেন, বাংলার গ্রামীণ খেলা কাবাডি প্রায় হারিয়ে যেতে বসেছে। বর্তমানে কাডাবি ফেডারেশনের সভাপতি আমাদের জাতীয় খেলাটিকে জনপ্রিয় করার লক্ষ্যে সারা বাংলাদেশে আন্তঃথানা প্রতিযোগিতার মাধ্যমে হারানো খেলাটি আবারো প্রাণ ফিরে পেয়েছে। চুয়াডাঙ্গা পৌর মেয়র বলেন, আমাদের এই জাতীয় খেলাটিকে সারা বাংলায় পুনরায় জনপ্রিয় করার লক্ষ্যে আইজিপি মহোদয়ের উদ্যোগ গ্রহণ করেছেন তা প্রশংসার দাবি রাখে। এ প্রশিক্ষণের মাধ্যমে চুয়াডাঙ্গার ছেলেরা দক্ষ কাবাডি খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।