মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মো. জাফর ইকবাল মেহেরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের ভোটার বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে আমঝুপি ইউনিয়নের ১নং ওয়ার্ড দীঘিরপাড়ার বাসিন্দা মৃত আকবর আলীর ছেলে আতিয়ার মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। তার অভিযোগ, দীঘিরপাড়া গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মো. জাফর ইকবাল আমঝুপি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বর্তমান ওয়ার্ড সদস্য। আমঝুপি ইউনিয়নে তার সদস্য পদ থাকা সত্ত্বেও তিনি মেহেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। মেহেরপুর পৌরসভার ভোটার তালিকায় ৮৯৮ ক্রমিকে তার ভোটার আইডি নং- ৫৭০২৩১০০০৩২৪। এলাকাবাসী আমঝুপি ইউনিয়ন পরিষদের নির্বাচিত ওয়ার্ড সদস্য মো. জাফর ইকবালের সদস্য পদ বাতিলের আবেদন জানিয়েছে। ইতঃমধ্যে তার অপসরণ চেয়ে করা আবেদনের অনুলিপি মেহেরপুর জেলা প্রশাসক ও আমঝুপি ইউপি চেয়ারম্যানসহ আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার নিকট প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে মো. জাফর ইকবাল বলেন, দীঘিরপাড়ার একটি অংশ পৌরসভার মধ্যে নেয়া হয়েছে। ভোটার তালিকা হালনাগাদের সময় তিনি মেহেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের ভোটার হিসেবে নাম লিখিয়েছেন। তিনি আরো বলেন, পৌরসভার ভোটার তালিকায় নাম ওঠায় সরকারের পক্ষ থেকে আমঝুপি ইউনিয়নের সদস্য পদ বাতিল করা হলে তিনি আইনের প্রতি সম্মান জানাবেন।