ভ্রাম্যমাণ আদালতে মেহেরপুরের ৭ গাঁজাসেবীর সাজা প্রদান

মেহেরপুর অফিস: মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৭ গাঁজাসেবীর বিভিন্ন মেয়াদে সাজা প্রদানসহ জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত মেহেরপুর শহরের বেড়পাড়ার মৃত হামিজুদ্দিনের ছেলে শেরেউল (৩৫), ক্যাশবপাড়ার বাবুর ছেলে শফিকুল ইসলাম (২৫), হঠাৎপাড়ার আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম, ক্যাশবপাড়ার শরাফুদ্দিনের ছেলে মনিরুজ্জামান তুষার (৩২), বোসপাড়ার খালেকুজ্জামানের ছেলে সাদ্দাম হোসেন (২২) ও বেড়পাড়ার বাবুর ছেলে মিজানুর রহমানকে ৩ দিনের জেলসহ ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালত নতুনপাড়ার মৃত ঈমান আলীর ছেলে সুন্নতকে (৫৪) এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার এসআই রফিকুল ইসলাম ও এএসআই উত্তম সঙ্গীয় ফোর্স নিয়ে ১০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ আসামিদের মনিরুজ্জামান তুষারের নির্মাণাধীন বাড়ি থেকে আটক করেন। আদালতের নির্দেশে গতকালই তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।Meherpur Pic-3