চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানায় নতুন দু ওসি গ্রহণ করলেন দায়িত্বভার

স্টাফ রিপোর্টার/আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ পদে রদ বদল করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তথা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ইন্সপেক্টর সাইফুল ইসলাম, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগ দিলেন আতিয়ার রহমান। চুয়াডাঙ্গার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেনকে দামুড়হুদা মডেল থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বেশ কিছুদিন আগেই ঢাকা রেঞ্জে বদলি হয়েছেন।

গতকাল বুধবার আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) মেহেদী রাসেলের নিকট থেকে অফিসার ইনচার্জের দায়িত্বভার গ্রহণ করেন আতিয়ার রহমান। তিনি ইতঃপূর্বে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। চুয়াডাঙ্গা সদর থানার নবাগত ওসি সাইফুল ইসলাম গতরাতে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি কুষ্টিয়া কোর্ট ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালনকালে বদলির আদেশ নিয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশে যোগ দেন। গতরাতে তিনি সদর থানার ওসি লিয়াকত হোসেনের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত ওসি সাইফুল ইসলাম খুলনা টুতপাড়ার ছেলে।

আলমডাঙ্গা থানার সাবেক অফিসার ইনচার্জ মামুন-অর রশিদকে গত ১৩ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজ করার পর দীর্ঘ ১৭ দিন পর আতিয়ার রহমান অফিসার ইনচার্জ হিসেবে আলমডাঙ্গা থানায় যোগদান করলেন।