মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অভিযোগে এক মুদিব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
গতকাল বুধবার মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইসরাত সাদমীনের নেতৃত্বে পুলিশ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের সলেমানের স্ত্রী ফুলজানের মুদিদোকানে অভিযান চালায়। ওই সময় দোকানে মেয়াদোত্তীর্ণ কোমলপানীয় ও শিশুখাদ্যসহ বিভিন্ন প্রকার খাবার ও প্রসাধনীদ্রব্য উদ্ধার হওয়ায় ভ্রাম্যমাণ আদালত দোকান মালিক ফুলজানকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় মেহেরপুর পুলিশের এএসআই রজব আলী সেখানে উপস্থিত ছিলেন।