মাঠে এক খেলোয়াড়কে পিস্তল দেখিয়ে হুমকি দেয়ার অভিযোগে ব্রাজিলের এক ফুটবল রেফারির বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হচ্ছে।
ওই খেলোয়াড় অবশ্য আগে গ্যাব্রিয়েল মুরতা নামের রেফারিকে মারধোর করছিলেন।
বেলো অরি-জন্তে শহরে একটি আঞ্চলিক পর্যায়ের খেলায় এই ঘটনা ঘটে।
রেফারিদের এসোসিয়েশন বলছে, মুরতা, যিনি নিজে পুলিশ বাহিনীর একজন সদস্য, নিজে যথেষ্ট হুমকির মধ্যে পড়েছিলেন বলেই নিজেকে রক্ষা করতে পিস্তল বের করেন।
পরে অবশ্য একজন লাইন্সম্যান তাকে নিবৃত্ত করেন। এখন মিুরতাকে শারীরিক ও মানসিক পরীক্ষা দিতে হবে।
তাকে ফুটবল খেলা থেকে সাময়িকভাবে বরখাস্ত বা স্থায়ীভাবে নিষিদ্ধও করা হতে পারে। বিবিসি।