ওয়েস্ট ইন্ডিজের কোচ সিমন্স বরখাস্ত

মাথাভাঙ্গা মনিটর: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের কোচ ফিল সিমন্সকে বরখাস্ত করা হয়েছে। শ্রীলঙ্কা সফরের জন্য ওয়ানডে দল নির্বাচন নিয়ে নিজের অসন্তোষ প্রকাশের দু দিন পর তাকে বরখাস্ত করা হলো। ক্রিকইনফোর খবরে এই তথ্য জানানো হয়েছে। গত সোমবার সকালেই সিমন্স বরখাস্ত করার বিষয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) কাছ থেকে একটি ইমেইল পেয়েছে বলে জানা গেছে এবং বোর্ডের একজন কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছে। তবে সিমন্সকে বরখাস্ত করার বিষয়ে ডব্লিউআইসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। গত বিশ্বকাপের পর পরই প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া সিমন্স এখন আইনের আশ্রয় নিতে পারেন বলে জানা গেছে। শ্রীলঙ্কা সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল এখনো ঘোষণা করা হয়নি। তথাপি গত ২৩ সেপ্টেম্বর নির্বাচনী সভায় অলরাউন্ডার কাইরন পোলার্ড এবং ডোয়াইন ব্রাভোকে দলে না রাখায় বাইরের হস্তক্ষেপে তিনি অসন্তুষ্ট বলে বক্তব্য দেন। সাবেক ক্যারিবিয়ান ফাস্ট বোলার এবং বর্তমানে জাতীয় দল নির্বাচকের দায়িত্ব পালন করা এলডিন ব্যাপ্টিস্টকে ওয়েস্ট ইন্ডিজ দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হচ্ছে বলে জানা গেছে।w