টিপ্পনী
খবর:(কাঁচা পাটের আঁশ দিয়ে দু যুবককে শ্বাসরোধ করে হত্যা)
আবার কি ছাই রক্ত নিয়ে খেলা হবে
মানুষ হয়ে বাঁচা খুবই ঠেলা হবে
এই জনপদ আগের মতো
আগের মতো জেলা হবে?
কী কারণে যখন তখন মরণ হবে
এই মরণের যেমন তেমন ধরন হবে
কেউ জানে না কেউ,
কী কারণে বয় রক্তের ঢেউ?
যখন তখন খুন খারাবি
যেথায় সেথায় হত্যা,
আম জনতা আমরা কেন
পাইনে নিরাপত্তা?
-আহাদ আলী মোল্লা।