মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের পশ্চিমপাড়ায় মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির ৪২টি হতদরিদ্র পরিবারের সংযোগ প্রদানের মাধ্যমে বিদ্যুতায়ন উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুইচ টিপে বিদ্যুতায়ন উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমার বিশ্বাস। বিশেষ অতিথি মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির ভারপ্রাপ্ত জিএম রমেন্দ্র চন্দ্র রায় ও ৭ নং এলাকা পরিচালক রেজাউল করিম। বক্তব্য রাখেন টেকনিক্যাল জিএম শামীম পারভেজ, ইউনিয়ন আ.লীগ সম্পাদক নজরুল ইসলাম।