ঈদুল আজহা উদযাপনে চুয়াডাঙ্গা প্রস্তুত

চুয়াডাঙ্গার জনপ্রতিনিধি ও প্রশাসানিক কর্মকর্তাদের যে যা কোরবানি দিচ্ছেন

 

মাথাভাঙ্গা ডেস্ক: ঈদুল আজহা উদযাপনে চুয়াডাঙ্গা প্রস্তুত। আগামীকাল শুক্রবার চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারাদেশে ঈদুল আজহা উদযাপন হবে। নামাজ আদায়ের পর ধর্মপ্রাণ সমর্থবান মুসলমান কোরবানি করবেন। চুয়াডাঙ্গার রাজনৈতিক জনপ্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তাদের কে কি কোরবানি করছেন?

কেউ বলেছেন গরু, কেউ বলেছেন খাসি, কেউ বলেছেন খাসিছাগলসহ গরু কোরবানি করছি এবার। কোথায়? এ প্রশ্নের জবাবে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগা ময়দানে নামাজ আদায়ের পর তিনি নিজ বাড়িতে সকলের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ছাগল ও গরু কোরবানি দেবেন। এছাড়া তিনি চুয়াডাঙ্গাসহ এলাবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর ঈদের নামাজ পড়বেন দামুড়হুদার হাউলী ইউনিয়নের রঘুনাথপুর নিজ গ্রামের ঈদগা মাঠে। তিনি গরু ও ছাগল কোরবানি দেবেন। পরের দিন দর্শনা পুরাতন বাজারস্থ বাড়িতেও গরু এবং ছাগল কোরবানি দেবেন। ঈদের দিনে গ্রামের বাড়িতেই দলীয় নেতাকর্মী ও গ্রামবাসীর সাথে কুশল বিনিময় করবেন।     চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস চুয়াডাঙ্গাতে তার বাসভবনে স্বামী ও সন্তানদের সাথে নিয়ে ঈদ উদযাপন করবেন। তিনি বাড়িতে নামাজ আদায় করবেন। স্বামী ও সন্তান চুয়াডাঙ্গা কোর্ট মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। পাশাপাশি তিনি গরু কোরবানি দেবেন। চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান ঈদ উদযাপন করতে দেশের বাড়ি নীলফামারিতে গেছেন। তিনি তার পরিবার পরিবার পরিজনদের সাথে নিয়ে ঈদ উদযাপন করবেন। একই সাথে তিনি ভাগে গরু ও ছাগল কোরবানি দেবেন। চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন কেন্দ্রীয় ঈদগা ময়দানে নামাজ আদায়ের পর গরু কোরবানি দেবেন এবং একই সাথে তিনি জেলাবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন। জেলা পরিষদের চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু দর্শনা ইসলাম বাজারস্থ বাড়িতেই ঈদ আনন্দ ভোগ করবেন। ঈদের নামাজ পড়বেন দর্শনা আর্ন্তজাতিক স্টেশনে চত্বরের ঈদের জামাতে। তিনি গরু ও ছাগল কোরবানি দেবেন। দিনভর দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। দর্শনা পৌর মেয়র বিএনপি নেতা মহিদুল ইসলাম শ্যামপুরস্থ বাড়িতেই ঈদ করবেন। তিনি শ্যামপুর ঈদগা মাঠে ঈদের নামাজ পড়বেন। ছাগল কোরবানি দেবেন।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন অন্য বছরের মতো এ বছরও পবিত্র ঈদুল আজহার নামাজ স্থানীয় দারুস সালাম ঈদগায় সকলের সাথে আদায় করবেন। তিনি ১টি গরু কোরবানি দেবেন। বরাবরের মতো আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দীন এ বছরও স্থানীয় দারুস সালাম ঈদগা ময়দানে পবিত্র ঈদের নামাজ আদায় করবেন। এ বছর তিনি ১টি গরু ও ১টি ছাগল কোরনানি দেবেন। আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসান কাদির গনু প্রতি বছরের মতো এবারও নিজ গ্রাম এরশাদপুরের ঈদগায় গ্রামবাসীর সাথে পবিত্র ঈদের নামাজ আদায় করবেন। এ বছর তিনি গরু কোরবানি দেবেন। জেলা বিএনপির সদস্য ডিউক হুদা ঈদের নামাজ নিজ গ্রাম হাটবোয়ালিয়ায় আদায় করবেন। তিনি এ বছর গরু কোরবানি দেবেন। বিশিষ্ট শিল্পপতি বিএনপি নেতা নাসির উদ্দীন বিশ্বাস পাইকপাড়ায় ঈদের নামাজ আদায় করবেন। তিনি এ বছর ৩টি গরু কোরবানি দেবেন।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর পৌর আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল বরাবরের মতো জীবননগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার তিনি একটি গরু ও একটি খাসি কোরবানি দেবেন। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ জীবননগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। এবারের ঈদে তিনি একটি গরু ও একটি খাসি কোরবানি দেবেন। জীবননগর উপজেলা বিএনপির একাংশের সভাপতি পৌর মেয়র মো. নোয়াব আলী এবার পবিত্র ঈদুল আজহার নামাজ জীবননগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে আদায় করবেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি এবার জীবননগরে একটি গরু ও একটি খাসি এবং গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার পীরগাছা গ্রামে একটি গরু কোরাবানি দেবেন।