সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভুলটিয়ার আব্দুর সালামকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তাকে রাতে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামের বজলু মালিতার ছেলে আব্দুর সালামকে (২৪) গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার এসআই খালিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর পুলিশ জানায়, আব্দুর সালাম অপহরণ মামলার আসামি। তাকে গত রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।