গাংনী প্রতিনিধি: বণিক বার্তার সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) জাহাঙ্গীর আলম কাউছারের আত্মার মাগফেরাত কামনায় গতাকল মঙ্গলবার রাতে মেহেরপুর গাংনীর পৃথক দুটি স্থানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের পরিচালক আশরাফুল ইসলামের বাড়িতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে যুবলীগ নেতা আশরাফুল ইসলাম বলেন, জাহাঙ্গীর আলম ছিলেন গাংনীবাসীর অহঙ্কার। এলাকার মানুষের জন্য তার ছিলো অকৃত্রিম ভালোবাসা। গাংনীর উন্নয়নের দিকে তার দিক নির্দেশনাও ছিলো। আমাদের সেই অহঙ্কার টুকু ভেঙে চুরমার করে দিয়েছে সন্ত্রাসীরা। হত্যকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন তিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী পৌর এলাকার সকল ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন গাংনী মোক্তারিয়া লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার সুপার নাজমুল হক। উপস্থিত ছিলেন গাংনী দারুস সালাম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রুহুল আমিন ও নিহত কাউছারের পিতা পূর্বমালসাদহ গ্রামের নজরুল ইসলাম প্রমুখ।