দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারে বই দিলেন পুলিশ সুপার রশীদুল হাসান

 

দর্শনা অফিস: দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগার এলাকার মানুষের জ্ঞান অর্জনে অগ্রণী ভূমিকা পালনক করে আসছে। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত গণউন্নয়ন গ্রন্থাগারে দেখা যায় বই পিপাষু পাঠকের ভীড়। আকস্মিকভাবে দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগার পরিদর্শন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান। গত সোমবার বিকেলে তিনি গণউন্নয়ন গ্রন্থাগার পরিদর্শনকালে সার্বিক খোঁজ খবর নেন গ্রন্থাগারের পরিচালক সাহিত্যিক আবু সুফিয়ানের কাছে। এ সময় সুফিয়ানের হাতে পাঠকদের পড়ার জন্য সৈয়দ মুজতবা আলীর লেখা বেশ কিছু বই তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান, দর্শনা আইসি ইনচার্জ এসআই ফেরদৌস ওয়াহিদ, উথলী কলেজের প্রভাষক সায়েমুল হক, কার্পাসডাঙ্গা কলেজের প্রভাষক গিয়ান উদ্দিন, সাইমুল ইসলাম, রুবেল, রবিউল, মনজু প্রমুখ।

Leave a comment