দু কিশোরসহ তিনজন গুরুতর জখম
আন্দুলবাড়িয়া প্রতিনিধি: দু কিশোর মোটরসাইকেল চালিয়ে প্রতিযোগিতা করাকালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩জন গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার বেলা ৩টায় জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া-ডুমুরিয়া সড়ক পথে খেঁজুরবাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আন্দুলবাড়িয়া গ্রামের লাল্টুর ছেলে পান্না (১৫) ও প্রতিবেশী মুক্তির ছেলে আলামিন (১৪) আন্দুলবাড়িয়া-ডুমুরিয়া সড়কে মোটরসাইকেল প্রতিযোগিতা দিচ্ছিলো। পথিমধ্যে খেঁজুরবাগানের সামনে পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ডুমুরিয়া গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে ইউনুছ আলীর (৪৮) সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ জনের হাত-পা ভেঙে যায়। দুর্ঘটনায় ৩টি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে বিনষ্ট হয়েছে। আহতদের সাথে সাথে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।