ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে গতকাল সোমবার আবুল কাসেম নামে এক কলেজ শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে। তিনি সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের ভূগোল বিষয়ের প্রভাষক। গ্রেফতারের পর তার বাড়ি থেকে মওদুদের লেখা বই উদ্ধারের দাবি করেছে পুলিশ। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল কবির জানান, আবুল কাসেম নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে সোমবার দুপুরে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি হরিণাকুণ্ডু উপজেলার সালেহা খাতুন মহিলা কলেজ ও জোড়াদহ কলেজের কতিপয় প্রভাষকের নাম বলেছেন যারা নাশকতা সৃষ্টির পরিকল্পনার সাথে জড়িত। তথ্য প্রমাণ পেলে তাদেরও গ্রেফতার করা হবে বলে ওসি জানান। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে প্রভাষক আবুল কাসেমকে জেলহাজতে পাঠানো হয়েছে।