ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ঝিনাইদহ শহরের সুইট হোটেলের মালিকানাধীন এআর ট্রেডার্সের গাড়িচালক তৌহিদুর রহমানকে (৩২) শাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেছে। তবে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ এ ঘটনার সাথে জড়িত নয় বলে দাবি করেছে। গত রোববার বিকেলে কালীগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তৌহিদুর ঝিনাইদহ শহরের চাঁনমারী গ্রামের আব্দুল ফাত্তার ছেলে।
ঝিনাইদহের ব্যবসায়ী আবিদুর রহমান লালু জানান, রোববার নেসলে কোম্পানির মালামাল সরবরাহ করতে গিয়ে তৌহিদ নিখোঁজ হন। পরে পিকআপভ্যানটি পরিত্যক্ত অবস্থায় আমরা ঝিনাইদহে নিয়ে আসি। অনেক খোঁজাখুঁজি করেও তৌহিদকে পাওয়া যাচ্ছে না। এমনকি তার ব্যবহৃত মোবাইলফোন ০১৭০৫০৬২৭৭০ বন্ধ রয়েছে। আবিদুর রহমান লালু আরো জানান, মালামাল নামানোর সময় শাদা পোশাকের একজন অস্ত্রধারী লোক স্যার ডাকছে বলে তৌহিদকে নিয়ে যায়। তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি কালীগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ ডিবি পুলিশের (ওসি) ফারুক হোসেন জানান, তৌহিদ নামে কাউকে আমরা আটক করিনি। এ ব্যাপারে অপহৃতের বড় ভাই সোমবার বিকেলে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। উল্লেখ্য, ঝিনাইদহ সুইট হোটেলে কয়েক মাস আগে চুরির ঘটনা ঘটে। এরপর হোটেলের ম্যানেজারসহ কর্মচারীরা বিভিন্ন সময় পুলিশের হাতে আটক হয়ে জেলহাজতে রয়েছেন।