স্টাফ রিপোর্টার: যশোরে একটি মসজিদের ছাদ থেকে পাঁচটি বড় আকারের বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে শহরের শঙ্করপুর এলাকার গোলপাতা মসজিদের ছাদ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শহরের শঙ্করপুর গোলপাতা মসজিদের ছাদ থেকে বোমাগুলো উদ্ধার করেন চাঁচরা পুলিশ ফাঁড়ির সদস্যরা। বোমাগুলো থানায় রাখা হয়েছে। এগুলো কারা সেখানে রেখেছে তা অনুসন্ধান করা হচ্ছে বলেও তিনি জানান।