হারুন রাজু: জয়নাল আবেদীন কখনো রিকশা-ভ্যান চালিয়ে আবারো বা কখনো বেলের সরবত বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। কেউ তাকে খুন-গুম করবে এ রকম ধারণাও নেই কারো মধ্যে। তবে টানা ৯ বছর কেনই বা তার কোনো খোঁজ নেই, কোথায় আছে জয়নাল? এ প্রশ্ন সকলের মুখে মুখে। জয়নাল নিখোজের পর কখনোই পুলিশ প্রশাসনকে নড়েচড়ে বসতে দেখা যায়নি কেন? জয়নাল দরিদ্র বলে? নিখোঁজ হওয়ার পর থেকে ৩ সন্তান বুকে নিয়ে প্রতিরাতেই স্বামী বাড়ি ফিরবে এ অপেক্ষার প্রহর গুনছেন স্ত্রী নাসিমা। দর্শনা পৌর শহরের আজমপুরের রমিজ উদ্দিনের বড় ছেলে জয়নাল আবেদীন ২০০৬ সালের ২৮ ডিসেম্বর প্রতিদিনের মতো ভোর সাড়ে ৫টার দিকে ভ্যান নিয়ে দর্শনা বাজারের উদ্দেশে বের হন। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত হলেও আর বাড়ি ফেরেনি জয়নাল। রাতেই শুরু হয় খোঁজাখুঁজি। রাত পেরিয়ে যাওয়ার সাথে সাথে স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের মধ্যে শুরু হয় অজানা আতঙ্ক। শুধু জয়নালকেই নয় তার ভ্যানটিও কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরদিন জয়নালের পরিবারের পক্ষ থেকে স্থানীয় পুলিশকে জানানো হলেও কোনো সুফল হয়নি। জয়নাল নিখোঁজ হওয়ার পর থেকে ৩ সন্তান নিয়ে খেয়ে-না খেয়ে দিন কাটাচ্ছেন স্ত্রী নাসিমা। আসলে জয়নালের ভাগ্যে কি ঘটেছে তা অজানাই থেকে গেলো। এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন নিখোঁজ জয়নালের স্ত্রী।