মাথাভাঙ্গা মনিটর: ভারতে আবারও গণধর্ষণের ঘটনা ঘটেছে। এবার হায়দরাবাদের সুরক্ষিত তথ্য-প্রযুক্তি পার্ক এলাকায় ২৩ বছর বয়সী এক সফটওয়্যার প্রকৌশলী তরুণীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দু গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ। হায়দরাবাদের তথ্য-প্রযুক্তি পার্কের কাছে একটি বিপণিবিতানের কাছ থেকে গত শুক্রবার রাত ৮টার দিকে ওই তরুণীকে দু চালক অপহরণ করেন। তারা কয়েক ঘণ্টা ধরে তাকে গাড়িতে গণধর্ষণ করেন। ছয় ঘণ্টা পর রাত ২টার দিকে তরুণীকে তার হোস্টেলের কাছে নামিয়ে দেন দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভি সতীশ (৩০) ও এন ভেঙ্কাটেসসরালুকে (২৮) গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ওই তরুণী গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। তখন অভিযুক্ত সতীশ ওই তরুণীর কাছে জানতে চান, তিনি কোথায় যাবেন। গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য সতীশের সাথে ওই তরুণীর ৪০ রুপি ভাড়া দেয়ার চুক্তি হয়। যাত্রীবেশে আগে থেকেই গাড়িতে বসে ছিলেন ভেঙ্কাটেসসরালু। এরপর তারা দুজনে মিলে তরুণীকে ধর্ষণ করেন। ঘটনাটি গত শুক্রবার ঘটলেও গত সোমবার তা প্রকাশিত হয়।