ফোনের আসক্তি ঠেকাতে প্রশিক্ষণ

মাথাভাঙ্গা মনিটর: ফোনে অতিরিক্ত আসক্ত হয়ে পড়া কাউকে না কাউকে এখন সহজেই খুঁজে পাওয়া যায়। কারণ ফোনাসক্ত ব্যক্তি এখন অহরহই দেখা যায়। কিন্তু চীনের মিলিটারি বুট ক্যাম্পে ফোনাসক্ত আচরণ কোনোরকম সহ্য করা হয় না। প্রযুক্তি আসক্তি ঠেকাতে কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জোর করে এ ধরনের বুট ক্যাম্পে যেতে বাধ্য করা হয়। এ ধরনের ক্যাম্পে যাওয়ার পর ফোন আসক্তি ঠেকাতে নানা রকম শারীরিক কসরতের পাশাপাশি অস্বাস্থ্যকর কিছু পদ্ধতির চর্চাও করানো হয়। এর মধ্যে রয়েছে ফোন মুখে নিয়ে তা দাঁত দিয়ে চেপে ধরে রেখে কসরত করার মতো কৌশলও। চীনের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ওয়েবুতে বুট ক্যাম্পে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের বেশ কিছু ছবি প্রকাশিত হয়েছে।