তুরস্ক উপকূলে ফের নৌকা ডুবি : নিহত ১৩

মাথাভাঙ্গা মনিটর: ভূমধ্যসাগরে শরণার্থী বোঝাই একটি ডিঙ্গি নৌকা ফেরির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তুরস্কের কোস্ট গার্ড। কানাকালে বন্দরের কাছে তুরস্কের সমুদ্র উপকূলে রোববার ভোরে এ ঘটনা ঘটে। নৌকাটি গ্রিসের লেসবস দ্বীপে যাচ্ছিলো। নৌকাটিতে ৪৬ জন আরোহী ছিলো। ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও আরও ১৩ জন নিখোঁজ রয়েছে। নিহত ১৩ জনের মধ্যে চারটি শিশু। রোববার এ নিয়ে তুরস্ক এবং গ্রিসের মাঝে যাত্রাপথে এ নিয়ে দুটি শরণার্থীবাহী নৌকা ডুবল বলে মনে করা হচ্ছে। অপর নৌডুবির ঘটনায় গ্রিসের উপকূলরক্ষীরা লেসবস দ্বীপের কাছে পানি থেকে ২০ জনকে উদ্ধার করেছে এবং ২৬ জন এখনো নিখোঁজ বলে জানিয়েছে। শনিবার লেসবস দ্বীপের কাছে নৌকাডুবিতে ৫ বছরের এক বালিকা নিহত এবং ১৩ জন নিখোঁজ হয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষ করে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে হাজার হাজার মানুষ আশ্রয়ের আশায় ইউরোপের দিকে ছুটছে। শরণার্থীদের এই ঢল সামাল দিতে ইউরোপের দেশগুলো হিমশিম খাচ্ছে।