চুয়াডাঙ্গা আকন্দবাড়িয়ায় ছোট ভাইয়ের ধারলো অস্ত্রের কোপে বড় ভাই জখম

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আকন্দবাড়ীয়া গ্রামে ছোট ভাই ইমরানের ধারালো অস্ত্রের কোপে বড় ভাই শহিদুল গুরুতর জখম হয়েছে। গতকাল রাতে ৯টার দিকে আকন্দবাড়ীয়া বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।

স্বজন সূত্রে জানাযায় চুয়াডাঙ্গা জেলা সদরের আকন্দবাড়ীয়া নতুন পাড়ার ফকির চাঁদের ছেলে সাইদুর ও ইশ্বরচন্দ্রপুর গ্রামের রিপন মদ খেয়ে মাতলামী করছিল। এ সময়  আকন্দবাড়ীয়া নতুন পাড়ার তাহাজ উদ্দীনের ছেলে ইমরান প্রতিবাদ করলে তাদের ভিতর মারামারি শুরু হয়। এক পর্যায়ে ইমরানের বড় ভাই শহিদুল ঠেকাতে গেলে তার বাম হাতে কোপ লাগে এতে শহিদুল গুরুতর জখম হয়।

রাতে শয্যাপাশে থাকা স্বজনরা জানান পারিবারিক বিরোধের কারনে ধারলো অস্ত্র দিয়ে ছোটভাই ইমরান তার বড়ভাই শহিদুলকে আঘাত করে। এতে শহিদুল গুরুতর আহত হয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।