মাথাভাঙ্গা মনিটর: ল্যাটিন আমেরিকার প্রাণকেন্দ্র ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ব্রাসিলিয়া ইন্টারন্যাশনাল স্কুলের (বিআইএস) স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশি শিক্ষার্থী মাধুরী কায়েস। ল্যাটিন আমেরিকার কোনো স্কুলে এই প্রথম কোনো বাংলাদেশি বিশেষ এ সাফল্য অর্জন করলো। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত বিআইএসের কাউন্সিলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ব্রাজিলিয়ান শিক্ষার্থী এদুয়ার্দাকে ১৪ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয় মাধুরী। অ্যাসোসিয়েশন অব আমেরিকান স্কুলস অব ব্রাজিলের সদস্য স্কুল হিসেবে ব্রাসিলিয়া ইন্টারন্যাশনাল স্কুলটি পরিচালিত হয়ে আসছে বিশ্বখ্যাত ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ানস স্কুলস নেটওয়ার্কের আওতায়। ব্রাজিলসহ বিশ্বের ২৯টি দেশের শিক্ষার্থী পড়াশোনা করছে এখানে। বিআইএসের ১২ গ্রেডের ছাত্রী মাধুরী কায়েস ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস ও নাঈমা কায়েসের ছোট মেয়ে।