মর্মান্তিক!

স্টাফ রিপোর্টার: বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত মেলা দেখতে স্ত্রী, দু মেয়ে ও এক ছেলেকে নিয়ে নৌকায় করে যাচ্ছিলেন নৃপেন বালা। বিলের মাঝে যেতেই পড়লেন ঝড়ের কবলে। দুলতে দুলতে একপর্যায়ে ডুবে গেল নৌকাটি। মাত্র নয় মাস বয়সী ছেলে বাঁধনকে নিয়ে কোনোমতে সাঁতরে পাড়ে উঠতে পারলেন নৃপেন। অন্যদিকে বিলের পানিতে তলিয়ে গেলেন স্ত্রী বীথি বালা (৩২) আর দু মেয়ে বৃষ্টি বালা (৮) ও কোয়েল বালা (৫)। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মঠবাড়ী বিলে। পেশায় কৃষক নৃপেন বালা উপজেলার উজানী ইউনিয়নের বরমপাল্টা গ্রামের বাসিন্।

Leave a comment