মেহেরপুর শহরে ভুয়া সিআইডিকে গণপিটুনি

 

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরে এক ভুয়া সিআইডিকে গণপিটুনি দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের উত্তরপাড়ার মশিউরের ছেলে মিলন ভুয়া সিআইডি সেজে তিনদিন আগে শহরের কাশ্যবপাড়ার আব্বাস আলীর ছেলে হুসাইনের কাছে আসে। তার কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে। হুসাইনের সন্দেহ হলে বিস্তারিত খোঁজ খবর নেয়। কথামতো গতকাল বুধবার মিলন ওই ঘুষের টাকা নিতে এলে স্থানীয় লোকজনের সহযোগিতায় মিলনকে ধরে গণপিটুনি দেয়া হয়। পরে মুচলেকা নিয়ে তার পিতার জিম্মায় ছেড়ে দেয়া হয়।