স্পিরিট বিক্রির অভিযোগে দু ব্যবসায়ীর জরিমানা
বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা বদরগঞ্জ বাজারের দুটি দোকানে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করেছেন। গতকাল বুধবার বেলা ১টার দিকে বিনা লাইন্সেসে স্পিরিট বিক্রির অভিযোগে ভাই ভাই হার্ডওয়্যার ও হায়াত হার্ডওয়্যার দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭ হাজার করে দু ব্যবসায়ীর নিকট থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
ভাই ভাই হার্ডওয়্যার থেকে ৪ লিটার স্পিরিট ও হায়াত হার্ডওয়্যার দোকান থেকে ৩ লিটার স্পিরিট উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জাহাঙ্গীর আলম কবীরকে ৭ হাজার টাকা ও হাফিজুর রহমানকে ৭ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেন। দু ব্যবসায়ী সাথে সাথে জরিমানার টাকা প্রদান করে দণ্ডাদেশ এড়ান। উদ্ধারকৃত স্পিরিট ধ্বংস করা হয়। আদালত পরিচালা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। সাথে ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লাকিয়া খানম।