কুষ্টিয়ায় বিদ্যুতস্পৃষ্টে নির্মাণশ্রমিক নিহত : আহত ৩

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুত লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম মনো (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হন। আহতরা হলেন- তারেক (৩২), জমির (৩৩) ও সোহেল (৩৩)। এদের মধ্যে দুজনকে কুমারখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বালির মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা গেছে, কুমারখালীর কয়া ইউনিয়নের বালির মাঠ নামক স্থানে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা ১২ হাজার ভোল্টের বিদ্যুত লাইনে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে মনো, তারেক, জমির ও সোহেল বিদ্যুতস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই মনো নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় তারেকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। বাকিদের কুমারখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহত মনিরুল ইসলাম মনো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত তালতলা গ্রামের আফসার মণ্ডলের ছেলে এবং আহত তারেক, জমির ও সোহেল একই উপজেলার মথুরাপুর ইউনিয়নের কলোনির বাসিন্দা।

Leave a comment