স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সিরাজুল ইসলাম স্মৃতি সিক্স-এ সাইড ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মামা-ভাগ্নে ক্রীড়াচক্র ২-০ গোলে জনি স্মৃতি ক্লাবকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। দুটি সেমিফাইনাল খেলা সম্পন্ন হলেও ফাইনাল খেলার দিনক্ষণ নির্ধারিত হয় বলে জানান টুর্নামেন্টের উদ্যোক্তা আশাদুল হক, সাইতুল ও বিঞ্জু। গতকালের খেলাটি পরিচালনা করেন নাজমুল হক শান্তি। গতকাল খেলার মাঠে উপস্থিত ছিলেন কৃতী ফুটবলার মাহমুদুল হক লিটন, সারোয়ার হোসেন মধু ও শহিদুল কদর জোয়ার্দ্দার।