ঝিনাইদহে সেরা ৫ করদাতাকে সম্মাননা প্রদান

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলায় দীর্ঘমেয়াদী এবং সর্বোচ্চ কর প্রদানকারী ৫ করদাতাকে সম্মাননা দেয়া হয়েছে। জাতীয় আয়কর দিবস উপলক্ষে গত মঙ্গলবার দুপুরে খুলনা নগরীর খালিশপুর ফেয়ারওয়েল হলে এ সম্মাননা দেয়া হয়।

ঝিনাইদহ জেলায় সর্বোচ্চ করদাতা হয়েছেন বিশিষ্ট ঠিকাদার মো. বদিউজ্জামান বাদশা। তিনি ২০১৪-১৫ করবর্ষে মোট ৪৯ লাখ ৯২ হাজার ৭শ ৩০ টাকা কর প্রদান করেছেন। খন্দকার সাখাওয়াৎ হোসেন ৩৭ লাখ ২৫ হাজার ৬শ ২৯ টাকা কর প্রদান করে দ্বিতীয় ও শামীম হোসেন ৩১ লাখ ৮২ হাজার ৮ শ ৪০ টাকা কর প্রদান করে তৃতীয় সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন। এছাড়া দীর্ঘ ৩৬ বছর ধরে কর প্রদান করায় সঞ্জয় কুমার রায় চৌধুরী ও ৩৩ বছর ধরে কর প্রদান করায় মো. এনামুল হককে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণচন্দ্র প্রধান অতিথি থেকে করদাতাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি এসএম মনির-উজ-জামান ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেনসহ কর কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Leave a comment