কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত আন্তঃ উপজেলা হোটেল মিডিয়া ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ২য়দিনে গতকাল বুধবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ষ্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মহেশখালীকে ২-১ গোলে হারিয়ে রামু জয় লাভ করে। এসময় খেলার আয়োজক, প্রশাসনিক কর্মকর্তাসহ রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, টিম ম্যানেজার গিয়াস উদ্দিন কোম্পানী, কোচ সুবীর বড়–য়া বুলু উপস্থিত ছিলেন। এদিকে রামু জয়ী হওয়ায় উপজেলার সর্বস্তরের ক্রীড়ামোদীদের মাঝে আনন্দ উল্লাস বিরাজ করছে।