সিরাজুল ইসলাম সিক্স-এ সাইড ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ফ্রেন্ডস সার্কেল জয়ী : আজ দ্বিতীয় সেমিফাইনাল

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সিরাজুল ইসলাম সিক্স-এ সাইড ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ফ্রেন্ডস সার্কেল একাদশ ৩-০ গোলে কুলচারা একাদশকে পরাজিত করে ফাইনালে খেলাল যোগ্যতা করেছে। গতকাল বিকেলে টাউন ক্লাব ফুটবলমাঠে অনুষ্ঠিত খেলায় বিজয়ী দলের পক্ষে ইমরান ২টি ও সোহেল ১টি গোল করেন। আজ একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে জনি স্মৃতি ও মামা ভাগ্নে ক্রীড়াচক্র। গতকালে খেলাটি পরিচালনা করেন নাজমুল হক শান্তি, আশাদুল হক, সাইতুল ও বিঞ্জু। গতকাল খেলার মাঠে উপস্থিত ছিলেন কৃতী ফুটবলার মাহমুদুল হক লিটন, সারোয়ার হোসেন মধু ও শহিদুল কদর জোয়ার্দ্দার।

Leave a comment