গাংনীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়মাঠে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার শফিকুর রহমান ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাসান আল নূরানী। উদ্বোধনী খেলার বঙ্গবন্ধু ফুটবলে তেরাইল প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে জুগীরগোফা প্রাথমিক বিদ্যালয়কে এবং বাওট প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ধানখোলা প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বঙ্গমাতা ফুটবলে ষোলটাকা প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে বালিয়াঘাট ও পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বাওট প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

Leave a comment