দুই উইকেটের অপেক্ষায় বাংলাদেশ

 

image_50667_0মাথাভাঙ্গা অনলাইন : নবম উইকেট জুটিতে এগিয়ে চলেছে নিউজিল্যান্ড। বুধবার ঢাকা টেস্টের তৃতীয় দিন সফরকারী দলটিকে এগিয়ে নিচ্ছেন ইশ সোধি (২৪) ও বিজে ওয়াটলিং (৩৭)।

এ প্রতিবেদন লেখার সময় নিউজিল্যান্ড আট উইকেট হারিয়ে ৩৭১ রান সংগ্রহ করেছে। ফলে সফরকারী দলটির ইনিংস গুটিয়ে দিতে আরো দুটি উইকেট চাই বাংলাদেশের। প্রথম ইনিংসে এখন পর্যন্ত ৮৮ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড। হাতে আছে দুই উইকেট।

নিউজিল্যান্ডের কোরি এন্ডারসন দলের পক্ষে সর্বোচ্চ ১১৬ রান করেন। সাকিব বাংলাদেশের পক্ষে পাঁচটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন নাসির হোসেন, আল আমিন ও আবদুর রাজ্জাক। প্রসঙ্গত, বাংলাদেশ প্রথম ইনিংসে ২৮২ রান সংগ্রহ করে।