মাথাভাঙ্গা অনলাইন : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের ক্ষুদ্র দৌলতপুর এলাকায় দুর্ঘটনা কবলিত একটি ট্রাক থেকে এক হাজার আটশ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় ট্রাকটিও আটক করা হয়।
বুধবার সকাল ৯টার দিকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
পুলিশ সূত্র জানায়, সকালে বগুড়া থেকে ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে উপজেলার হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের ক্ষুদ্র দৌলতপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালায়। এ সময় ট্রাকের ভেতরে থাকা ১৮টি কাটুনের ভেতরে এক হাজার আটশ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে ট্রাকটিও আটক করা হয়।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ফরিদ আহম্মেদ জানান, ট্রাকসহ ফেনসিডিলগুলো রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।