স্টাফ রিপোর্টার: নাটোরের চলনবিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্র সেমিফাইনালে উন্নীত হয়েছে। গতকাল বুধবার নাটোর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্র ৩-০ গোলে পাবনা জেলা ফুটবল দলকে বিধস্ত করে। শেখ রাসেল ক্রীড়াচক্রের পক্ষে গোল করেন মুরাদ, ফেরদৌস, তরু ও সোহেল। আগামীকাল রংপুর ও বগুড়ার জেলা দলের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে জয়ী দলের বিরুদ্ধে আগামী বুধবার সেমিফাইনাল খেলবে শেখ রাসেল ক্রীড়াচক্র। খেলায় ভালো খেলে জয়লাভ করায় শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার সকল খেলোয়াড় কর্মকর্তা ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন। দলের কোচ ছিলেন সরোয়ার হোসেন জোয়ার্দ্দার, ম্যানেজার ছিলেন শহীদুল কদর জোয়ার্দ্দার ও সহযোগী ছিলেন ছোট রাসেল এবং চঞ্চল।