জাতিসংঘ অধিবেশনের সংবাদ সংগ্রহে আবারো যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাংবাদিক আহমেদ পিপুল

স্টাফ রিপোর্টার: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২৩ সেপ্টেম্বর সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ওই সফরের সংবাদ সংগ্রহে আবারো যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক চুয়াডাঙ্গার সন্তান আহমেদ পিপুল।

প্রধানমন্ত্রী এবারের সফরেও সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার স্বীকৃতি হিসেবে জাতিসংঘ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়নস অব দ্যা আর্থ পুরস্কারে ভূষিত করেছে। পরিবেশ বিষয়ক সর্বোচ্চ এ পুরস্কার আগামী ২৭ সেপ্টেম্বর গ্রহণ করবেন তিনি। এছাড়া শেখ হাসিনাকে প্রবাসী বাংলাদেশিরা নিউইয়র্কে সংবর্ধনা দেবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন এবং প্রধানমন্ত্রীর সফর সম্পর্কিত সংবাদ সংগ্রহে আগামী ২০ সেপ্টেম্বর রাতে ইত্তেহাদ এয়ারলাইন্সের একটি বিমানে নিউইয়র্কের জন এফ কেনেডি-জেএফকে বিমানবন্দরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন আহমেদ পিপুল। সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, জাতিসংঘ মহাসচিব বান কি মুনসহ বিশ্ব নেতাদের কার্যক্রম তুলে ধরবেন।

জানা গেছে, আহমেদ পিপুল দু সপ্তাহের সফরে জাতিসংঘ সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বেশ কিছু প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং সেদেশের জীবনযাত্রা সম্পর্কিত সংবাদও সংগ্রহ করবেন। তিনি এর আগে ২০১০ সালে জাতিসংঘের ৬৫তম সাধারণ পরিষদের অধিবেশনে গিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে এমএসএস সম্পন্ন করে আহমেদ পিপুল যোগ দেন দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভিতে। তিনি এখন এনটিভির সিনিয়র সাংবাদিক হিসেবে রাজনৈতিক অঙ্গন ছাড়াও বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংসদের সংবাদ সংগ্রহ করেন। এক দশকের টেলিভিশন সাংবাদিকতায় জাতিসংঘ ছাড়া কমনওয়েলথ, আঙ্কটাড, ইউরোপিয়ান ডেভেলপমেন্ট-ডে, সার্কসহ আন্তর্জাতিক বেশ কিছু সম্মেলনের অভিজ্ঞতা তার ঝুলিতে। তাছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের ফেলো তিনি। এসব কাজে তিনি সফর করেছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়া, সুইডেন, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, ফ্রান্স, পর্তুগাল, মালয়েশিয়া, থাইল্যান্ড, কাতার, ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটান।

আহমেদ পিপুলকে যুক্তরাষ্ট্র সফরের শুভেচ্ছা জানিয়েছে, চুয়াডাঙ্গা প্রেসক্লাব। ক্লাবের সাধারণ সম্পাদক সরদার আল আমিন টেলিফোনে আহমেদ পিপুলকে শুভেচ্ছা জানালে তিনি সাংবাদিক, পেশাজীবীসহ গোটা চুয়াডাঙ্গাবাসীর দোয়া চান। এছাড়াও বিভিন্ন সামাজিক এবং পেশাজীবী সংগঠন তার যুক্তরাষ্ট্র সফরের সফলতা কামনা করেছে। প্রসঙ্গত, আহমেদ পিপুল এসএটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিপুল আশরাফের ছোট ভাই।

Leave a comment