ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: তালাক না দিয়ে অন্যত্র বিয়ে করায় ৩ বছরের মাথায় নবজাতক সন্তানসহ স্ত্রী বলে দাবি করলেন কার্পাসডাঙ্গার হযরত আলী। দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাঝপাড়ার সিরাজুল ইসলামের ছেলে হযরত আলী বলেন, ২০১১ সালের ৭ ডিসেম্বর ভালবেসে বিয়ে করে একই উপজেলার কার্পাসডাঙ্গা পূর্বপাড়ার হযরত আলীর মেয়ে সোনিয়া খাতুনকে। এভিডেভিট করা হয় নোটারী পাবলিকের মাধ্যমে ৯ মাস সংসার করার পর আমার বিরুদ্ধে সোনিয়ার পিতা নাবালিকা দাবি করে অপহরণের মামলা করে। তাতে আমি ১ বছর হাজতবাস করি, কিন্তু আমি এখনও তালাকের নোটিস পাইনি, সে কারণে সোনিয়কে আমি আমার স্ত্রী বলে দাবি করছি। সোনিয়ার ভাই জামাত আলী জানান, আমার বোন সোনিয়া নাবালিকা হওয়ায় তাকে ফুঁসলিয়ে অপহরণ করে। এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন রয়েছে।