জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সীমান্ত ইউনিয়ন পরিষদ হলরুমে চর্ম ও যৌন রোগের ওপর ফ্রি এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রওশন আরা বেগম প্রধান অতিথি হিসেবে এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রফিকুল ইসলাম। ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য সহকারী জাকির হোসেন, ইমদাদুল হক ও ফারজানা এ সময় ফ্রি চিকিৎসা ক্যাম্পকে সহযোগিতা প্রদান করেন। ওয়েভ ফাউন্ডেশন সীমান্ত ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচি ফ্রি এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।