বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ি ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে আলমসাধুসহ ফেনসিডিল উদ্ধার করেছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
গতকাল সোমবার দুপুর ২টার দিকে হিজলগাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মুহিতুর রহমান মুহিত গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালান কুন্দিপুর-কুকিয়াচাঁদপুর সড়কের মধ্যবর্তী স্থানে। এ সময় পুলিশি উপস্থিতি টের পেয়ে আলমসাধু ফেলে পালিয়ে যায় চালক। পুলিশ আলমসাধুর উপরে থাকা বস্তা থেকে উদ্ধার করে ৭২ বোতল ফেনসিডিল। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।