মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ওষুধ কোম্পানির লোকদের হাতে লাঞ্ছিত হয়েছেন উপজেলার মোনাখালী গ্রামের আজিবার মণ্ডলের ছেলে চিকিৎসা নিতে আসা রোগী জিল্লুর রহমান (৩০)।
লাঞ্ছিত রোগী জিল্লুর রহমান জানান, গতকাল সোমবার বেলা ১১টার দিকে মুজিবনগর স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ডাক্তারের চেম্বারে দু বার যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হই। কারণ ওই সময় বিভিন্ন ওষুধ কোম্পানির ৩-৪ জন বিক্রয় প্রতিনিধি ডাক্তারের চেম্বারে বসে ছিলেন। আমি প্রতিবাদ করলে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আমার ওপর চড়াও হয়। এ বিষয়ে স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মকর্তা ডা. হাসান আলীকে মৌখিকভাবে অভিযোগ দিতে যাই। এ সময় এক্সট্রা ওষুধ কোম্পানির প্রতিনিধি আনোয়ার হোসেন ৫-৬ জন বহিরাগতকে নিয়ে অফিসের ভেতর আমাকে মারপিঠ করে চলে যায়।
এ সম্পর্কে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. হাসান আলী বলেন, বিষয়টি আমার রুমেই ঘটেছে। তবে আমি কাউকে চিনতে পারিনি। এছাড়া মামলা করার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, মামলা করা হবে না। ডাক্তারদের সতর্ক করে দেয়া হয়েছে। পরবর্তীতে সকাল ৮টা থেকে বেলা ১টার মধ্যে কোনো ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হাসপাতালে প্রবেশ করবে না। এ বিষয়ে নোটিস দেয়া হয়েছে।