চুয়াডাঙ্গা সদর থানার সকল অফিসারের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু করেছে। অভিযানের প্রথমেই গতরাতে ১০ জনকে পাকড়াও করা হয়। আটকের সময় কয়েক মদ বিক্রেতা মাতাল অবস্থায় অবশ্য বলেই ফেলেন, মাসে মাসে টাকা দিই, এরপরও পুলিশ কেন? এ প্রশ্ন শুনে এক পথচারি অবশ্য বেরস সুরে বলে ওঠেন, সত্যিই কি মাদকমুক্ত করার অভিযান নাকি রেট বাড়ানোর তোড়জোড়?
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর গাজী মো. ইব্রাহিম বলেছেন, চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চলছে। অভিযান জোরদার করা হয়েছে। জোরদার অভিযান অব্যাহত থাকবে। মাঝে মাঝে রাজনৈতিকসহ নানা কারণেই পুলিশের মাদকবিরোধী অভিযানে ভাটা পড়ে বলেও মন্তব্য করেছেন তিনি।
জানা গেছে, গতরাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে আলমডাঙ্গা মাজহাদের বিমল চন্দ্রের ছেলে বাবু কুমার, আলুকদিয়ার বাবু রামের ছেলে বাদল কুমার, মুসলিমপাড়ার সবেদ আলীর ছেলে ওয়াহেদুল, নূরনগর কলোনীর কাসেম আলীর ছেলে রমজান আলী, রামনগরের ইনতাজুল আলীর ছেলে কোরবান অলী, কলাবাড়ির জনাব আলীর ছেলে এনামুল হক, কুড়ুলগাছির আমির হোসেনের ছেলে মিস্টার, কলাবাড়িয়ার মৃত মোস্তফার ছেলে মিজানুর, ফার্মপাড়ার মৃত নাসির খানের ছেলে আসরাফ ও ফার্মপাড়ার খোদা বক্সের ছেলে এনামুল হক।
গ্রেফতার অভিযানে ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার সেকেন্ড অফিসার জিল্লু, এসআই মোকবুল হোসেন, এসআই রবিউল, এসআই খালিদ, এসআই আতিকুর, এসআই মুনির, এসআই সেকেন্দার ও এসআই কাইয়ুমসহ সঙ্গীয় ফোর্স। চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা ব্রিজের নিচে ও ওপরে, রেলস্টেশনসহ চিহ্নিত স্থানগুলোতে রাতে অভিযান চালিয়ে মদ্যপাবস্থায় এদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতরাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত ছিলো।