ভারতে ট্রাক উল্টে ১৮ জন নিহত

মাথাভাঙ্গা মনিটর: ভারতের অন্ধ্র প্রদেশে ট্রাক উল্টে ১৮ জন শ্রমিক নিহত হয়েছে। ভারতের দক্ষিণের প্রদেশটির গুন্ডেরপালি গ্রামের কাছে এ দুর্ঘটনায় আরো ১৭ জন আহত হয়েছে। নির্মাণসামগ্রী দিয়ে বোঝাই ট্রাকটি রাজ্যের রাজধানী হায়দারাবাদের দক্ষিণপূর্ব দিকে যাচ্ছিলো। ট্রাক দুর্ঘটনা ভারতে নিত্তনৈমিত্তিক ঘটনা। বেশির ভাগ সময় এ দুর্ঘটনার কারণ হয় চালকদের অদক্ষতা, অথবা ধারণক্ষমতার অধিক পণ্য বোঝাই করা। প্রাথমিকভাবে এ দুর্ঘটনার কারণ হিসেবে স্থানীয় পুলিশ অফিসার রবি প্রকাশ বলেন, ট্রাক ড্রাইভার চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ার কারণে ১৮ জন মানুষের প্রাণহানি হয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষ নিহত হয়। পুলিশের দেয়া তথ্য অনুসারে প্রতি বছর এক লাখ দশ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় ভারতজুড়ে নিহত হয়।