১৬ রাউন্ড গুলিসহ দারোগার পিস্তুল খোয়া

স্টাফ রিপোর্টার: সিদ্ধিরঞ্জ থানার এসআই ১৬ রাউন্ড গুলিসহ তার পিস্তল খুইছেন। ওই এসআইয়ের নাম আমির হামজা। গতকাল সোমবার দিনভর ঘটনাটি আড়াল করার চেষ্টা করলেও সন্ধ্যার পর তা প্রকাশ পেয়ে যায়। ঘটনাটি জানতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত আলীর মোবাইলে সাংবাদিকরা একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।