প্রবীণ শিক্ষক গোলাম মহিউদ্দীনের ইন্তেকাল

 

স্টাফ রিপোর্টার: প্রবীণ শিক্ষক গোলাম মহিউদ্দীন ইন্তেকাল করেছেন। গতপরশু রাত সাড়ে ১২টার দিকে তিনি তার নিজ বাড়ি আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের মাজহাদ গ্রামে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। গতকাল রোববার বাদ আছর তার প্রতিষ্ঠিত রুহানী সংগঠনের কার্যালয়ে দাফন কাজ সম্পন্ন করা হয়।

গোলাম মহিউদ্দীন মৃত খেলাফত মল্লিকের ছেলে। গোলাম মহিউদ্দীন চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়, তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।