স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কেদারগঞ্জ নতুনবাজারের ব্যবসায়ী জাহিদ হোসেন পিন্টু হৃদরোগে ইন্তেকাল করেছেন (ইন্না…….রাজেউন)। গতপরশু রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকে নেয়া হয় হাসপাতালে। ভোর পৌনে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর।
জাহিদ হোসেন পিন্টু ছিলেন নতুনবাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির সদস্য। তার অকাল মৃত্যুতে নতুন বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নামাজে জানাজা ও দাফন কাজে অংশ নেন। নতুন বাজার কমিটির সভাপতি আসালম উদ্দীনসহ সংশ্লিষ্টরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামানা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জাহিদ হোসেন পিন্টু মৃত্যুকালে স্ত্রী ও দু ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।