আলমডাঙ্গার হাটুভাঙ্গায় কাপড় শুকানো তারে কাঁথা নেড়ে দিতে গিয়ে বিপত্তি
হাটবোয়ালিয়া প্রতিনিধি: কাপড় শুকানো তারের আড়ায় ভেজা কাঁথা নেড়ে দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে মারা গেছেন ৩৫ বছরের জিয়াউর রহমান। পিতাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে ১৩ বছরের কিশোর বাধন। গতকাল রোববার দুপুরে আলমডাঙ্গার হাটুভাঙ্গা গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, আলমডাঙ্গার হাটুভাঙ্গা গ্রামে নিজ বাড়িতে কাপড় শুকানো তারের ওপর কাঁথা নেড়ে দিতে যায়। এ সময় বিদ্যুতস্পৃষ্টে মারা যান জিয়াউর রহমান। তিনি মৃত রমজান আলীর ছেলে। পরিবারের সদস্যরা বলেছেন, পিতাকে বাঁচাতে গিয়ে ছেলে বাধন (১৩) আহত হয়। বাধন তার পিতাকে স্পর্শ করে বিদ্যুতস্পৃষ্টে আহত হয়। প্রতিবেশীরা বলেছেন, ঘরের আড়ার সাথে লাগানো বাতি জ্বালানো বিদ্যুতের তারের সাথে কাঁথা স্পর্শ করলে এ দুঘর্টনা ঘটে। আহত অবস্থায় পিতা-পুত্রকে হাটবোয়ালিয়া প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিতা জিয়াউর রহমানকে মৃত ঘোষণা করেন।
গতরাত ৮টার দিকে নিহত জিয়াউর রহমানকে হাটুভাঙ্গা কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়। নিহত জিয়াউর রহমান দু ছেলেও এক কন্যাসন্তানের জনক ছিলেন।