স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানাজ পারভীন শাহানাকে বিদ্যালয় থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক বলেছেন, মাত্রাতিরিক্ত ঘুমের পিল সেবনের কারণেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসা চলছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন কর্তব্যরত চিকিৎসক।
বিদ্যালয়ে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন? কেন? শিক্ষক হয়ে বিদ্যালয়ে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের খবর শুনে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীসহ সংশ্লিষ্টসূত্র ঘটনার বর্ণন দিতে গিয়ে বলেছেন, গতকাল সকালে বিদ্যালয়ের পাঠদান শুরু হয়। প্রথম পিরিয়ডে তিনি ৭ম শ্রেণির গণিত নেন। দ্বিতীয় পিরিয়ডে কোনো ক্লাস ছিলো না। তৃতীয় পিরিয়ডে ক্লাস নেয়ার কথা ছিলো ৬ষ্ঠ শ্রেণির খ শাখার। দীর্ঘক্ষণ শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশ না করায় শিক্ষার্থীরা হইচই শুরু করে। এক পর্যায়ে শিক্ষকের খোঁজ করা হয়। অফিসকক্ষে না পেয়ে পাশের একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় দেখে শুরু হয় জাগিয়ে তোলার প্রাণান্ত চেষ্টা। জেগে উঠলেও জাগিয়ে রাখতে না পারার বিষয়টি দেখে স্থানীয়দের মধ্যেই ঘুমের পিল সেবনের বিষয়টি নিয়ে কানাঘোষা শুরু হয়। নেয়া হয় হাসপাতালে।
কেন তিনি ঘুমের মাত্রাতিরিক্ত পিল সেবন করেছেন, তা নিশ্চিত করে জানা সম্ভব হয়নি।