বৃদ্ধ চালককে অজ্ঞান করে অটো নিয়ে চম্পট ৪ প্রতারক

দামুড়হুদা থেকে ইব্রাহিমপুর পার্কে নিয়ে বিনোদনের নামে প্রতারণা

 

স্টাফ রিপোর্টার: ৭০ বছর বয়সী চালককে অজ্ঞান করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়েছে ৪ প্রতারক। গতকাল রোববার দুপুরে দামুড়হুদা থেকে ইব্রাহিমপুরের পার্কে নিয়ে চালককে অজ্ঞান করে অটোরিকশা নিয়ে পালানোর ঘটনা ঘটে। বিকেলে পার্ক থেকে বেহুশ অবস্থায় উদ্ধার করে চালক আত্তাব আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে অটোরিকশা হারানো আত্তাব আলী চুয়াডাঙ্গা দামুড়হুদার জয়রামপুর মল্লিকপাড়ার মৃত কিয়ামুদ্দিনের ছেলে। তিনি সংসারে সচ্ছলতার কথা ভেবে কয়েক মাস আগে অটো কিনে নিজেই ভাড়া মেরে বেড়াতেন। গতকাল সকালে তিনি বাড়ি থেকে অটো নিয়ে বের হন। দামুড়হুদা থেকে ৪ যুবক ইব্রাহিমপুরের পার্কের উদ্দেশে ভাড়ায় নেয়। পার্কে পৌছে কিছুক্ষণের মধ্যেই ফিরবো বলে জানিয়ে অটো চালককেও পার্কে প্রবেশ করায়। পার্কের অভ্যন্তরে ৪ যুবকের তিন যুবক ঘুরতে বের হয়। এক যুবক অটোচালক আত্তাবের সাথে খাতির জমিয়ে অজ্ঞান করে। আত্তাব আলী জ্ঞান হারালে তাকে রেখে তার অটো নিয়ে ৪ প্রতারক পালিয়ে যায়। দীর্ঘসময় পার্কের মধ্যে বেঘোরে ঘুমোচ্ছে দেখে পার্কের লোকজন ডাকাডাকি শুরু করেন। সাড়া না মিলে পকেটে থাকা ঠিকানায় খবর দেন। বাড়ির লোকজন দ্রুত সেখানে পৌছে আত্তাব আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। চিকিৎসার এক পর্যায়ে জ্ঞান ফিরলে তিনি ঘটনার বর্ণনা দিতে গিয়ে উপোরক্ত বর্ণনা দেন।