চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ৱ্যালি ও মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার: সকলে অংশগ্রহণ করি সবাই মিলে ঐক্য গড়ি, অপশক্তির হাত থেকে সড়ক নিরাপদ করি স্লোগান নিয়ে নিরাপদ সড়কের দাবিতে চুয়াডাঙ্গায় ৱ্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে ৱ্যালি শুরু হয়ে শহীদ হাসান চত্বরে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা শাখার আহ্বায়ক সুলতান আহম্মেদ, যুগ্মআহ্বায়ক ওসমান গনি, সদস্য কামাল হোসেন ও মহিজুল ইসলাম।