কালীগঞ্জে মাদরাসার নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি আনার

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের সুন্দরপুর দাখিল মাদরাসার নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে এ ভবনের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক আনোয়ারুল আজীম আনার। এ উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি লিয়াকত আলী খান লিটনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক আনোয়ারুল আজীম আনার এমপি। বক্তব্য রাখেন- সুন্দরপুর-দুর্গাপুর ইউপি চেয়ারম্যান মাওলানা আলীনুর রহমান, মাদরাসার সুপার আসাদুজ্জামান, জাতীয় পার্টির সহসভাপতি জবেদ আলী মাস্টার, মুক্তিযোক্তা আবু বক্কার খান প্রমুখ।